পৃষ্ঠাসমূহ

ব্লগ সংরক্ষাণাগার

Tips

ফেসবুকে যেসব লিঙ্কে কখনই ক্লিক করবেন না!

 

ফেসবুক প্রোফাইলের থিম পাল্টানোর রিকোয়েস্ট এসেছে আপনার কাছে? তাহলে সাধু সাবধান। ফেসবুকে ‘কালার বা থিম চেঞ্জ’ বা রং পরিবর্তনের একটি ম্যালওয়্যার নতুন করে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে বোকা বানিয়ে এই ভাইরাসটি আক্রমণ করেছে টাইমলাইনে।

 ফেসবুকে প্রোফাইলের রং পরিবর্তনের এই ম্যালওয়্যারটি আগেও ছিল। ফেসবুক কর্তৃপক্ষ এই ম্যালওয়্যারটি সরিয়ে ফেললেও আবারও তা ফিরে এসেছে। এই ম্যালওয়্যারটি একটি বিজ্ঞাপনের আকারে ফেসবুক ব্যবহারকারীকে তাতে ক্লিক করতে প্রলুব্ধ করে। এতে বলা হয়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের রং পরিবর্তনের সুযোগ পাবেন। এই অ্যাপটি ডাউনলোড করতেও বলা হয়। এই অ্যাপটি ডাউনলোড করতে গেলেই ভাইরাসপূর্ণ একটি সাইটে চলে যাবেন ব্যবহারকারী। এরপর থেকেই শুরু হবে বিপদ।
রং পরিবর্তনের বিজ্ঞাপনে ক্লিক করা হলে ফেসবুকে লগ ইন তথ্য চুরি করে নেয় এই ম্যালওয়্যারটি। এ ছাড়াও ব্যবহারকারীদের রং পরিবর্তন করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও দেখতে বলে। এ ছাড়াও ফেসবুক ব্যবহারকারীদের বন্ধুদের কাছেও এই ম্যালওয়্যারটি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিজ্ঞাপনে ক্লিক করার পর যদি ব্যবহারকারী ভিডিও না দেখেন, তখন ওই ম্যালওয়্যারপূর্ণ সাইটটি জোর করে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বাধ্য করে। এ ছাড়াও কম্পিউটারে একটি পর্নোগ্রাফিক ভিডিও প্লেয়ার ডাউনলোড করানোর চেষ্টা করে।
এ ধরনের স্প্যামে ক্লিক করবেন না। যদি এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা দেখেন তবে তা দ্রুত আন-ইনস্টল করে দিন এবং দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
নতুন এই ভাইরাসটি ছাড়াও ফেসবুকে বেশ কয়েকটি জনপ্রিয় স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান বিটডিফেন্ডারের বিশেষজ্ঞরা। তাদের মধ্যে আর একটি হলো, প্রোফাইল দেখার পরিসংখ্যান। আপনার ফেসবুক প্রোফাইল কে কতবার দেখছেন, তা জানানোর জন্য একটি লিঙ্ক হয়তো আপনার নিউজ ফিডে দেখতে পারেন। কারা কতবার আপনার প্রোফাইল দেখছেন, সে তথ্য জানানোর জন্য বিজ্ঞাপন আকারে যে প্রতিশ্রুতি দেয়া হয়, তা সম্পূর্ণ ভুয়া। ফেসবুক এ ধরনের কোনো জিনিস অনুমোদন করে না। এ ধরনের কোনো লিঙ্ক দেখলে ক্লিক করবেন না।

এরকমই আর একটি হলো স্প্যাম হল কোনও বিখ্যাত ব্যক্তিত্বের নামে সেক্স টেপ। ‘লিকড সেক্স টেপ’ নামে ফেসবুকে অসংখ্য স্প্যাম রয়েছে।
বিনা মূল্যে ফেসবুকের টি-শার্ট বা অন্য কোনো উপহার সামগ্রী দেয়ার লোভ দেখিয়ে আপনাকে কোনো লিঙ্ক ক্লিক করতে বলা হলে তাতে ভুলেও ক্লিক করবেন না।

কোন ইন্টারনেট চার্জ ছাড়াই আইওএস ও অ্যান্ড্রয়েডে দেখুন গুগল ম্যাপ !

 

  পৃথিবীর যেখানেই হারিয়ে যান না কেনো, আপনাকে বাড়িতে পৌঁছে দেবে গুগল ম্যাপ। আপনার হাতে আইওএস বা অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমই থাক না কেনো, অনলাইনে থাকুন বা অফলাইনে, গুগল ম্যাপ ব্যবহার করে আপনি দিব্যি পথ চিনে ফিরে আসতে পারবেন।
সুসংবাদটি হলো, এখন থেকে আপনি ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ দেখতে পারবেন। আর দুঃসংবাদটি হলো, আপনার মূল তথ্য, ঠিকানা, দিক নির্ণয়, ট্র্যাফিক এবং অন্যান্য কয়েকটি সুবিধা পেতে ইন্টারনেট সংযোগ লাগবে। আইফোন ও অ্যান্ড্রয়েডে এই সুবিধা পেতে কয়েকটি কাজ করতে হবে আপনাকে।
শুধুমাত্র আইওএস ও অ্যান্ড্রয়েডেই এই সুবিধা দেওয়া হয়েছে। গুগল ম্যাপস ভার্সন ৩ গত সপ্তাহে আইওএস-এ দেওয়া হয়েছে। এটি ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে।
আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ম্যাপ ৮-এ আপডেট করার আগে নিচের বিষয়গুলো জেনে নিন।
১. এই ফিচারটি ব্যবহার করার আগে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
২. সার্চ বারে গিয়ে ‘ওকে ম্যাপস’ লিখে সার্চ দিন। ওপরে একটি ডায়ালগ এসে জানতে চাইবে ম্যাপটি সেভ করবেন কিনা। সেভ করুন।
৩. আপনি এখন ম্যাপটি জুম ইন বা আউট করতে পারবেন। যেকোনো এলাকার অংশ সেভ করতে পারবেন। এই পর্দার সবকিছু ডাউনলোড হবে।
৪. একবার এলাকা চিহ্নিত করার পর সেভ বাটনে চাপ দিন। পর্দার নিচে ম্যাপের নাম দিতে বলা হবে। একটি নাম দিন এবং সেভ করুন।
৫. অফলাইনে ম্যাপে প্রবেশ করা খুব সহজ। ‘পার্সন’ লিখা আইকনে ক্লিক করুন। সার্চ বারের পরেই এই আইকনটি রয়েছে। এটি আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। সেখানে সেভ করা যাবতীয় ম্যাপ দেখতে পারবেন।
অফলাইনের জন্য ম্যাপ সেভ করতে গেলে কিছু সমস্যা হতে পারে। যেমন- খুব বেশি জুম আউট অবস্থায় সেভ করতে গেলে ইরর মেসেজ আসবে। সেখানে বলা হবে, ম্যাপটি খুব বড় যা সেভ করা যাচ্ছে না। তবে বিশাল একটি এলাকা ভাগে ভাগে যতবার ইচ্ছে সেভ করতে পারেন।
আরেকটি ঝামেলা রয়েছে। তা হলো, এভাবে সেভ করা ম্যাপগুলো ৩০ দিন পর মুছে যাবে। এরপর আবার নামিয়ে নিতে হবে।
তাই অফলাইনে ব্যবহার করা শুরু করে দিন গুগল ম্যাপ। ইন্টারনেটবিহীন এলাকায় ম্যাপ দেখে পথ চলুন অনায়াসে।

 

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন